1. admin@betnanews24.com : Betna :
তালেবান সর্বোচ্চ নেতার ফতোয়া জারি | বেতনা নিউজ ২৪
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৫৬ পূর্বাহ্ন

তালেবান সর্বোচ্চ নেতার ফতোয়া জারি

বেতনা নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : সোমবার, ২৩ মে, ২০২২
  • ১৩৬ বার পঠিত

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ মে ২০২২, ০৩:৫৬

প্রতীকী ছবি: আনন্দবাজার অনলাইন

আন্তর্জাতিক ডেস্ক

সংসারে খুবই টানাটানি। সুতরাং একটার বেশি বিয়ে করা থেকে বিরত থাকতে হবে তালবানদের। সম্প্রতি এ ফতোয়া দিয়েছেন আফগানিস্তানের শাসক তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লা আখুন্দজাদা । সংগঠনের আমিরের ফতোয়া মান্য করাটাই কর্তব্য।

তবে তালিবান প্রধান আখুন্দজাদা আপাতত নিজের সংগঠনের সদস্য ও যোদ্ধাদেরই এ নির্দেশ দিয়েছেন, দেশের সাধারণ পুরুষদের নয়। কিন্তু তাদের অনেকেই মনে করছেন- সকলের ঘাড়ে এই ফতোয়া নামতে কত ক্ষণ!

সোমবার আনন্দবাজার অনলাইন এ খবর জানিয়েছে।

আফগানিস্তান দখলের পর প্রাসাদে ঢুকতে মহার্ঘ সব আরাম কেদারায় বেমালুম জুতো-সমেত পা তুলে বসতে দেখা গিয়েছিল তালেবান যোদ্ধাদের। গলার কালাসনিকভ। তবু মাটিতে নামেনি। এরপরও আইএস জঙ্গিরা যেভাবে চোরাগোপ্তা হামলা ও নাশকতা চালিয়ে যাচ্ছে, তাতে শাসক তালেবানের যোদ্ধারা বড় একটা সুখে নেই। তার মধ্যেই ‘শান্তির খোঁজে’ অনেক তালেবান একের পর এক বিয়ে করে চলেছেন।

তাই ফতোয়া দিয়েছেন তালেবানের আমির (সুপ্রিম কমান্ডার), বহুবিবাহ বন্ধ। তবে নৈতিক নয়, এর কারণ একেবারেই অর্থনৈতিক।

কাবুলের বখতার সংবাদ সংস্থা শনিবার জানিয়েছে, আখুন্দজাদার ফতোয়ায় বহুবিবাহকে ‘অকারণ অপব্যয়’ বলা হয়েছে। আফগানিস্তানের ‘তালেবান ইসলামি আমিরাত’ যে শরিয়তি ব্যবস্থা মেনে চলে, তাতে একজন পুরুষ চারটে অবধি বউ রাখতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা