1. admin@betnanews24.com : Betna :
ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ | বেতনা নিউজ ২৪
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:৩২ অপরাহ্ন

ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

খেলা ডেস্ক,
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১৪০ বার পঠিত

খেলা ডেস্ক,

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি লক্ষ্যে নিউজিল্যান্ডের মাটিতে পাকিস্তান ও স্বাগতিকদের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ।  অবশেষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি রমিজ রাজা সিরিজটি খেলার বিষয়ে পূর্ণ নিশ্চয়তা দেওয়ার পর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে কিউই ক্রিকেট বোর্ড ।

অক্টোবরের ৭ তারিখ থেকে শুরু হবে সিরিজটি। সপ্তাহব্যাপী চলা সিরিজটি শেষ হবে ১৪ অক্টোবর। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজটি। এর দুইদিন পর স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।

৯ তারিখে পাকিস্তানের বিপক্ষে খেলার একদিন পর ১০ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক নিউজিল্যান্ড। এরপরের দিন ১১ অক্টোবর আবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে কেইন উইলিয়ামসনের দল। পরের দিন আবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার মাধ্যমে গ্রুপ পর্বের চার ম্যাচ টানা খেলে শেষ করবে স্বাগতিক নিউজিল্যান্ড।

১৩ অক্টোবর পাকিস্তান-বাংলাদেশের ম্যাচটি হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। গ্রুপ পর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলতে পারবে। এক দল অন্য দলের বিপক্ষে গ্রুপ পর্বে দুই বার করে মুখোমুখি হবে। গ্রুপ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ১৪ অক্টোবর ফাইনালে মাঠে নামবে।

ত্রিদেশীয় সিরিজের দুই ম্যাচ ব্যতীত সব ম্যাচ বাংলাদেশ সময়ে রাত ৯টায় শুরু হবে। কেবলমাত্র ৯ অক্টোবর পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ এবং ১০ অক্টোবর বাংলাদেশ-নিউজল্যান্ডের ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে।

ত্রিদেশীয় সিরিজের প্রতিটি ম্যাচ হ্যাগলি ওভালে অনুষ্ঠিত হবে ।

দিন ম্যাচ সময়
৭ অক্টোবর বাংলাদেশ-পাকিস্তান রাত ৯টা
৯ অক্টোবর নিউজিল্যান্ড-পাকিস্তান রাত ১টা
১০ অক্টোবর বাংলাদেশ-নিউজিল্যান্ড রাত ১টা
১১ অক্টোবর নিউজিল্যান্ড-পাকিস্তান রাত ৯টা
১২ অক্টোবর বাংলাদেশ-নিউজিল্যান্ড রাত ৯টা
১৩ অক্টোবর বাংলাদেশ-পাকিস্তান রাত ৯টা
১৪ অক্টোবর ফাইনাল রাত ৯টা

 

 

বেতনা নিউজ ২৪/খে/ডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা