1. admin@betnanews24.com : Betna :
ধুমধাম আয়োজনে বিয়ে করবেন শাকিব খান | বেতনা নিউজ ২৪
রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:৩৯ পূর্বাহ্ন

ধুমধাম আয়োজনে বিয়ে করবেন শাকিব খান

বিনোদন ডেস্ক,
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১০৫ বার পঠিত

বিনোদন ডেস্ক,

 

যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে আজ (১৭ আগস্ট) দেশে ফিরলেন চিত্রনায়ক শাকিব খান। এসেই হইচই ফেলে দিয়েছেন নায়ক। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে সারা দেশ থেকে ভক্তরা হাজির হন। তাদের ভালোবাসায় সিক্ত কিং খান।

 

 

 

এদিন বেলা আড়াইটার দিকে এয়ারপোর্ট থেকে গুলশানের বাসায় যান শাকিব খান। সেখানে গণমাধ্যমকে তিনি জানান, ‘আমেরিকায় শেষ এক সপ্তাহ মোটেও শেষ হচ্ছিল না। সেই সাতদিন আমার কাছে ৭ বছরের মতো মনে হয়েছে। ঢাকায় পা রাখার জন্য মনটা ছটফট করছিল।’

 

 

 

এ সময় ব্যক্তিগত জীবন প্রসঙ্গে নায়ক বলেন, ‘পরিবার চাচ্ছে আমি সেটেল হই। আমার সুন্দর গোছানো কিছু হোক। এবার যা কিছু হবে, পরিবারের পছন্দেই হবে। এখন আর গোপনে কিছুই করবো না। বিয়ে করলে ধুমধাম আয়োজনে সবাইকে জানিয়ে করবো।’

 

 

 

ছেলে আব্রাম খান জয়ের প্রসঙ্গে শাকিব খান জানান, ‘ওর (আব্রাম) সঙ্গে প্রতিনিয়ত ভিডিও কলে কথা হয়েছে। বাবা-মায়ের সঙ্গেও নিয়মিত কথা বলেছি।’

 

ভক্তদের এমন কাণ্ডে আবেগপ্রবণ হয়ে পড়েন শাকিব খান। তিনি জানান, ‘এক জীবনে এর চেয়ে পাওয়া কিছু হতে পারে না। তাদের ভালোবাসা আছে বলেই শত বাঁধা বিপত্তি পার করে এগিয়ে যাচ্ছি। ফ্যানরা সবসময় আমাকে সাপোর্ট করেছে। তারা না থাকলে আমার অস্তিত্ব থাকতো না।’

 

 

 

 

 

বেতনা নিউজ ২৪ /বি/ডে/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা