1. admin@betnanews24.com : Betna :
নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প : মাত্রা ৭ দশমিক ১ | বেতনা নিউজ ২৪ আন্তর্জাতিক
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৯:০২ অপরাহ্ন

নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প : মাত্রা ৭ দশমিক ১

আন্তর্জাতিক ডেস্ক,
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ২৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,

 

আজ বৃহস্পতিবার ১৬ মার্চ নিউজিল্যান্ডে ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর জেরে দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকালে শক্তিশালী এ ভূমিকম্প হয়। খবর রয়টার্সের।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কারমাডেক দ্বীপে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটির কেন্দ্র নিউজিল্যান্ডের মূল ভূখণ্ড থেকে ১ হাজার কিলোমিটার উত্তরপূর্বে।

এদিকে, প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে সুনামি সতর্কতা জারি করেছে।

সংস্থাটি জানায়, কারমাডেক দ্বীপের কোনো কোনো জায়গায় শূন্য দশমিক তিন মিটার থেকে এক মিটার উঁচু সুনামি হওয়ার আশঙ্কা রয়েছে।

এর আগে, গত ৪ মার্চ নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলীয় কেরমাডেক আইল্যান্ডসে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সেটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৫২ কিলোমিটার গভীরে।

নিউজিল্যান্ডের কেরমাডেক আইল্যান্ডস এবং সামগ্রিকভাবে এর আশপাশের অঞ্চল তথাকথিত প্যাসিফিক ‘রিং অব ফায়ার’-এর অংশ। এ অঞ্চলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতও ঘটে।

 

 

বিভাগ : আন্তর্জাতিক

বেতনা নিউজ ২৪/ আ/ডে/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা