পদ্মা নদীতে জালে ২৭ কেজি ওজনের একটি পাঙাশ মাছ

প্রকাশ : ২২ জুন,২০২২     ১৫:০৫

নিজস্ব প্রতিবেদক,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জালে ২৭ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে।

মঙ্গলবার (২১ জুন) সকালের দিকে দৌলতদিয়া ফেরিঘাটের কাছে জেলে মমিন হলদারের ফেলা জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, মাছটি ধরে দৌলতদিয়া বাজারের রওশনের আড়তে নিয়ে আসেন মমিন হলদার । আড়তে স্থানীয় মাছ ব্যবসায়ীদের উম্মুক্ত ডাকে দেড় হাজার টাকা কেজি দরে মোট ৪০ হাজার ৫০০ টাকায় কিনে নেন দৌলতদিয়ার সুমাইয়া মৎস্য আড়তের মালিক সোহেল মোল্লা।

সোহেল মোল্লা জানান, পদ্মায় ধরা পড়া পাঙাশ মাছটি তিনি কিনে নেওয়ার পরে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৪৩ হাজার ২০০ টাকায় বিক্রি করেছেন।

গোয়ালন্দ উপজেলার সিনিয়ার মৎস্য কর্মকতা মো. টিপু সুলতান জানান, পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ায় বড় মাছ ধরা পড়ছে। এই মাছগুলো খুবই সুস্বাদু। এত বড় মাছ পেয়ে স্থানীয় জেলেদের মুখে হাসি ফুটছে। তিন-চার মাস মাছ না পাওয়ায় জেলেরা অনেক দেনা হয়েছিল এখন বড় বড় মাছ পাওয়ায় সেই দেনা থেকে তারা মুক্ত হতে পারবেন ।

 

 

 

 

বেতনা নিউজ ২৪/নি/প্র

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version