নিজস্ব প্রতিবেদক,
সম্প্রতি পদ্মা সেতুতে রেল ট্র্যাক বসানোর কাজ শুরু হয়েছে। শনিবার (২০ আগস্ট) দুপুর ১২টায় সেতুর জাজিরা প্রান্তে ট্র্যাক বসানোর কার্যক্রম উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
পদ্মা সেতু নির্মাণে যেমন নানা সংশয় ছিলো তেমনি পদ্মা সেতুতে রেললাইন স্থাপন নিয়ে তৈরি হয় নানা জটিলতা। কথা ছিলো সড়কের সাথে একই দিনে চলবে ট্রেন। কিন্তু মূল সেতুতে রেল লাইন বসাতে না পারায় সে পরিকল্পনা ভেস্তে যায়। গত ২৫ জুন উদ্বোধন হয় পদ্মা সেতু।
সেতুর ওপরে গাড়ী চলাচল করলে রেললাইন বসাতে পারবে কিনা সে নিয়ে আশঙ্কা ছিলো। গত ১৭ জুলাই সেতু কর্তৃপক্ষ রেল কর্তৃপক্ষকে সেতুতে রেললাইন স্থাপনের অনুমতি দেয়। এরপর বিশেষজ্ঞরা নানা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় রেললাইন বসানোর। অবশেষে কাজটি শুরু হয়েছে জাজিরা প্রান্ত থেকে। তবে ট্র্যাকটি স্থাপন হচ্ছে পাথরবিহীন ।
কাজ চলা অবস্থায় যান চলাচলে কিংবা ট্র্যাক বসাতে কম্পন অথবা অন্য কোন সমস্যা হবেনা বলছে কর্তৃপক্ষ। মূল সেতুর ৬ দশমিক ১৫ কিলোমিটার অংশে রেললাইন স্থাপনে সময় লাগবে ছয় মাস। উচ্চ তাপমাত্রার কনক্রিট এম সিক্সটি ব্যবহার করা হবে এ কাজে।
বেতনা নিউজ ২৪ /নি/ডে/
Leave a Reply