1. admin@betnanews24.com : Betna :
পদ্মা সেতুর আদলে রেপ্লিকা সেতু | বেতনা নিউজ ২৪
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৬:১৮ অপরাহ্ন

পদ্মা সেতুর আদলে রেপ্লিকা সেতু

নিজস্ব প্রতিবেদক,
  • প্রকাশিত : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১২৫ বার পঠিত
ছবি: সংগৃহীত
প্রকাশ : ২৫ জুন ২০২২,        ০৯:৫৪

পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে পটুয়াখালীর সার্কিট হাউসের পুকুরে বানানো হয়েছে একটি রেপ্লিকা সেতু। পদ্মা সেতুর আদলে এটি নির্মাণ করা হয়েছে। আর এটি দেখতে ইতিমধ্যে ভিড় করছেন শত শত মানুষ।

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শনিবার (২৫ জুন) সকালে পুকুরে নির্মিত এই সেতুতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসন এবং পৌরসভার যৌথ এই অয়োজনে হাজারও মানুষ অংশ নেবেন বলে প্রত্যাশা আয়োজকদের।

replica5

এই সেতু নির্মাণের দায়িত্বে থাকা গোবিন্দ ঘোষাল বলেন, ‘এই সেতু নির্মাণ করতে ২৪ জন মানুষের ছয় দিন লেগেছে। আজকে কাজ শেষ করে জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাঁশ ও কাঠ দিয়ে ১৯টি স্প্যানের ওপরে নির্মাণ করা এই সেতুর দৈর্ঘ্য প্রায় ৪০০ ফুট । সেতুতে পানির ছয় ফুট উপরে রেল লাইন নির্মাণ করা হয়েছে। উপরে দুই পাসে ২০টি ল্যাম্পপোস্ট বসানো হয়েছে। সেতুটি আলোকিত ও দৃষ্টিনন্দন করতে লাইটিং ও বিভিন্ন রঙ লাগনো হয়েছে। নির্মাণে ৪৮৫টি বাঁশ, ৫০০ ঘনফুট কাঠ এবং ১৫০টি প্লাইউড ব্যবহার করা হয়েছে।’

replica2

এ বিষয়ে জানতে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের মোবাইল ফোনে কল দিয়ে পাওয়া যায়নি।

বেতনা নিউজ ২৪/নি/প্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা