শনিবার দুপুরে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘গ্রাজুয়েশন অব উইমেন ড্রাইভার; এ স্টেপ টুয়ার্ডস রোড সেফটি’ শীর্ষক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের।
আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তারা নির্বাচনে আসুক এটা আমরাও চাই। ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচনে অংশ নিতে হবে। এখন নির্বাচনে অংশ না নিয়ে যদি মনে করেন হত্যা সন্ত্রাসের পথে থাকবেন, যদি মনে করেন শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ষড়যন্ত্রের চোরাগলি দিয়ে আপনারা ক্ষমতার মসনদে বসবেন, তাহলে আপনাদের এ রঙিন খোয়াব দুঃস্বপ্নে পরিণত হবে।’
দ্রব্যমূল্যের ঊর্ধগতি নিয়ে বিএনপির সমলোচনার জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির কিছু নেতা আবোলতাবোল বকছেন, তাদের মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হওয়ার কারণ পদ্মা সেতু। তারা পদ্মা সেতুকে সহ্য করতে পারছেন না। শুধু তাই নয়, তারা মেট্রোরেল, বাস র্যাপিড ট্রানজিট এলিভেটেড এক্সপ্রেসওয়েকে সহ্য করতে পারছে না। বাস র্যাপিড ট্রানজিড তারা জীবনে দেখেও নাই, করেও নাই। শেখ হাসিনা করছেন এজন্য তাদের বুকে বিষ ব্যথা হচ্ছে। ব্যথা আর জ্বালায় বিএনপি জ্বলছে। তাদের বলা এসব কথার মূল্য নেই। তারা হিংসার আগুনে জ্বলে পুড়ে এসব উদ্ভট কথা বলছেন।’
Leave a Reply