1. admin@betnanews24.com : Betna :
“পরাণ” দেখলেন পরীমনি | বেতনা নিউজ ২৪
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৩:১৭ অপরাহ্ন

“পরাণ” দেখলেন পরীমনি

বিনোদন ডেস্ক,
  • প্রকাশিত : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১০৪ বার পঠিত

বিনোদন ডেস্ক,

এবার ঈদে মুক্তি পাওয়া শরিফুল রাজ অভিনিত “পরাণ” দর্শকের ভালোবাসা পেয়ে আসছে । এবার “পরাণ” দেখতে প্রেক্ষাগৃহে হাজির হলেন পরীমণি । শনিবার (২৩ জুলাই) রাজধানীর মিরপুরের সনি স্কয়ারে অবস্থিত সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রিমিয়ার শো দেখতে হাজির হয়েছেন তিনি ।

চলচ্চিত্রাঙ্গনের অনেক তারকাও এই শো দেখার আমন্ত্রণ পেয়েছেন। তারাও হাজির হয়েছেন ।

কয়েকদিন আগেই সামাজিকমাধ্যমে শরিফুল রাজ জানান, স্ত্রী পরীমণির সঙ্গে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখবেন । এ প্রসঙ্গে রাজ নিজের ভেরিফায়েড ফেসবুকে স্ত্রী পরীকে উদ্দেশ্য করে লিখেছিলেন, “তোমাকে নিয়ে ‘পরাণ’ দেখব বলেছিলাম প্রথম সপ্তাহে । নিজেই টিকেট পাচ্ছি না প্রিয় স্ত্রী। পরের সপ্তাহে দেখব । ”

২০২১ সালের ১৭ অক্টোবর প্রেমের সাতদিনের মাথায় গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজ ও পরীমণি। পরে চলতি বছরে ১০ জানুয়ারি নিজের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে মা হওয়ার খবর জানান পরীমণি। সেদিন সন্তানসম্ভবা হওয়ার খবরের সঙ্গে নিজেদের বিয়ের কথাও প্রকাশ্যে আনেন পরীমণি-রাজ ।

ত্রিভুজ প্রেমের গল্প “পরাণ” এ শরিফুল রাজ ছাড়াও অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান । শাহজাহান সৌরভের চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফি ।

 

পরীমনি

বিদ্যা সিনহা মিম

 

 

 

বেতনা নিউজ ২৪ বি/ডে/

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা