1. admin@betnanews24.com : Betna :
পলিসাইথেমিয়া কি ? | বেতনা নিউজ ২৪
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৩৪ অপরাহ্ন

পলিসাইথেমিয়া কি ?

বেতনা নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : সোমবার, ২৩ মে, ২০২২
  • ১৫২ বার পঠিত

লক্ষণ: মাথা ধরা, শ্বাসকষ্ট, চোখে কম দেখা, চুলকানি ইত্যাদি। গরম পানিতে গোসল করলে গা চুলকানো বাড়বে। রোগীর চোখ-মুখ লাল হয়ে যেতে পারে। প্লীহা বড় হওয়া, রক্তচাপ বাড়া, পেপটিক আলসার, জয়েন্টে ব্যথা হতে পারে।

রোগ নির্ণয়: সিবিসি পরীক্ষায় এটি ধরা পড়ে। হিমোগ্লোবিন ও পিসিভি বা হিমাটোক্রিটের মাত্রা দেখে রোগটি সম্পর্কে প্রাথমিক ধারণা করা যায়। পরের ধাপে দেখতে হয় অন্য কোনো কারণে এটি হয়েছে কি না। এ ছাড়া টিউমার মার্কার পরীক্ষা, বুকের এক্স–রে, আল্ট্রাসনোগ্রাম, হার্টের ইকোকার্ডিওগ্রাম, ইসিজি ইত্যাদি পরীক্ষা করার দরকার হয়। ইরাইথ্রোপোয়েটিনের মাত্রা পরীক্ষা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যদিও আমাদের দেশে এর সুযোগ কম। মজ্জার সমস্যার কারণে হয়েছে মনে হলে বোনম্যারো পরীক্ষা ও বিশেষ জিনের মিউটেশন দেখার জন্য সাইটোজেনেটিক পরীক্ষা করা হয়।

চিকিৎসা: প্রাথমিক চিকিৎসা হলো ভেনিসেকশন বা শিরায় সুই ফুটিয়ে রক্ত টেনে নিয়ে ফেলে দেওয়া। তবে এ রক্ত কাউকে দেওয়া যাবে না। সপ্তাহে একবার বা একাধিকবার ভেনিসেকশন করার দরকার হতে পারে। এ ছাড়া ওষুধও ব্যবহৃত হয়।

ডা. গুলজার আহমেদ, রক্তরোগ বিশেষজ্ঞ, জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা