1. admin@betnanews24.com : Betna :
পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্য রুবলের | বেতনা নিউজ ২৪
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন

পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্য রুবলের

বেতনা নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৯৪ বার পঠিত
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেও বেড়েছে রুশ মুদ্রা রুবলের দাম। মঙ্গলবার ইউরোর তুলনায় তা পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল।

বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক পুঁজির ওপর নিয়ন্ত্রণ কিছুটা কমানোয় গত কয়েক সপ্তাহে রুবলের মূল্য বেড়েছে বলে মনে করা হচ্ছে।

রাশিয়ার গণমাধ্যমটিতে বলা হয়, চলতি বছরে সংকটময় পরিস্থিতির মধ্যেও বর্তমানে বিশ্বের সবচেয়ে সাফল্য দেখানো মুদ্রা এখন রুবল।

ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হওয়ার পর পশ্চিমের দেশগুলোর নজিরবিহীন নিষেধাজ্ঞার কবলে পড়ে রাশিয়া। যুক্তরাষ্ট্রসহ কয়েক দেশ তাদের অপরিশোধিত তেলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে।

সেইসঙ্গে তেল ক্রয়ে ডলারের ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। এ প্রেক্ষিতে রাশিয়া ঘোষণা করে, পশ্চিমের দেশগুলোকে (কথিত অবন্ধু দেশ) অবশ্যই রাশিয়া থেকে রুবলের মাধ্যমে তেল ও গ্যাস ক্রয় করতে হবে।

ইতোমধ্যে রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে ইউরোপের কয়েকটি দেশ এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে মত দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা