শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল।
দেশের ৮ জেলার সব ও ২২ জেলার কিছু উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ধাপের এই পরীক্ষায় ৪ লাখ ৮৪ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছেন।
তিন ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক পদের এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ পরীক্ষার্থীদের আগামী জুলাইয়ের মধ্যে নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছে অধিদপ্তর।
২০২০ সালের ২৫ অক্টোবর প্রাথমিক সহকারী শিক্ষক পদের এই নিয়োগ পরীক্ষার অনলাইনে আবেদন শুরু হয়। আবেদন করেছেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ প্রার্থী।
Leave a Reply