1. admin@betnanews24.com : Betna :
প্রায় ৪ দশক পর ফুটবল স্টেডিয়ামে ইরানি নারীরা | বেতনা নিউজ ২৪
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:২১ অপরাহ্ন

প্রায় ৪ দশক পর ফুটবল স্টেডিয়ামে ইরানি নারীরা

ক্রীড়া ডেস্ক,
  • প্রকাশিত : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ১১০ বার পঠিত

ক্রীড়া ডেস্ক,

 

দীর্ঘ ৪ দশক পর স্টেডিয়ামে বসে ফুটবল ম্যাচ দেখল ইরানি নারীরা। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর এই প্রথম ইরানের ঘরোয়া ফুটবল দলের খেলা দেখতে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পায় তারা। গত বৃহস্পতিবার (২৫ অগাস্ট) ইরানের তেহরানে ঘরোয়া লিগের এস্তেঘলাল এফসি বনাম সনাত মেস কেরমান এফসির মধ্যকার ম্যাচটি মাঠে বসে উপভোগ করেন দেশটির মেয়েরা।

‘সিএনএন’-এর প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, পাঁচ শতাধিক নারীকে তেহরানের আজাদি স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

 

 

এ ব্যাপারে ইরানিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, একটি বিশেষ প্রবেশদ্বার দিয়ে মেয়েদের মাঠে ঢোকানো হয়। তাদের বসার জন্য গ্যালারিতেও আলাদা ব্যবস্থা ছিল।

 

উল্লেখ্য, ১৯৭৯ সালে দেশটিতে ইসলামী বিপ্লব হওয়ার পরপরই স্টেডিয়ামে নারী দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে ২০১৯ সালে ফিফার বাধ্যবাধকতার কারণে এ নিষেধাজ্ঞা শিথিল করতে বাধ্য দেশটির ফুটবল ফেডারেশন ।ইরান ও কম্বোডিয়ার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে স্টেডিয়ামে কয়েক হাজার নারী দর্শককে প্রবেশ করানো  হয়েছিল।  পরবর্তীকে সেই অবস্থান থেকে সরে আসে ফিফা ।

 

 

 

 

বেতনা নিউজ ২৪ /ক্রী/ডে/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা