আন্তর্জাতিক ডেস্ক,
রাজপরিবারের আদেশ অমান্য করে সাবেক হলিউড অভিনেত্রী ও দুইবার বিয়ে বিচ্ছেদের মধ্য দিয়ে যাওয়া মেগান মার্কেলকে বিয়ে করেছিলেন। এর জেরে রাজপরিবারের দায়িত্ব থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়। এরপর থেকেই বিতর্ক যেন পিছু ছাড়ছেই না ব্রিটিশ যুবরাজ প্রিন্স হ্যারির। এবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথকে ‘অসম্মান’ করার। রাজকীয় সংগীতের সময় হ্যারির আচরণ নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ।
গতকাল সোমবার ৯১৯ সেপ্টেম্বর) ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির শেষকৃত্যে অংশ নেন ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা ছাড়াও দুই হাজার মানুষ। তারা সবাই ‘গড সেভ দ্য কুইন’ গানটি গেয়ে রানির প্রতি শ্রদ্ধা জানান।
তবে কিছু দর্শকের দাবি, রাজপরিবারের বাকি সদস্যদের সঙ্গে এই সংগীত গাওয়ার সময় হ্যারির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল না। হ্যারি সম্ভবত অন্যদের সঙ্গে গান গাইছিলেন না। এমন একটি ভিডিও টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটিতে দেখা যায়, হ্যারি গান গাওয়ার সময় আশপাশে তাকাচ্ছেন এবং সংগীতের শব্দগুলোর সঙ্গে দ্রুত ঠোঁট মেলাচ্ছেন না। তার এমন আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
‘গড সেভ দ্য কিং বা কুইন’যুক্তরাজ্য সহ কমনওয়েলথভুক্ত অধিকাংশ দেশের জাতীয় কিংবা রাজকীয় সংগীত। টুইটারে ভিডিওটি শেয়ার করে একজন লিখেছেন, ‘জাতীয় সংগীত গাইছেন না প্রিন্স হ্যারি’। পোস্টের মন্তব্য অংশে অনেকে হ্যারির এমন কাণ্ডে হতাশা প্রকাশ করেন।
তবে অন্যরা তার পক্ষ নিয়ে বলছেন, তারা হ্যারিকে গাইতেই দেখছেন। একজন লিখেছেন, ‘আমার বুঝে আসে না কার এটার শোনা প্রয়োজন। একই কথা কিন্তু রাজার ক্ষেত্রেও বলা যায়’। ভিডিওতে যুক্তরাজ্যের নতুন রাজা তৃতীয় চার্লসকেও সংগীত চলার সময় ঠোঁট নাড়তে দেখা যায়নি।
আরেকজন ব্যবহারকারী মন্তব্য অংশে লিখেছেন, তাকে একবার সুযোগ দিন। সবশেষ যখন তিনি এটা গেয়েছেন, তারপর এতে পরিবর্তন এসেছে। তিনি এখনো নতুন শব্দ শিখতে পারেননি।
সমালোচকদের উদ্দেশে একজন লিখেন, ‘আমি দেখতে পাচ্ছি হ্যারির ঠোঁট নড়ছে। তিনি স্পষ্টতই বারে কিংবা ক্লাবে গাওয়ার মতো করে গাইছেন না। কিন্তু তিনি স্পষ্টভাবে ‘কু’ শব্দ আওড়িয়েছেন এবং শেষে তিনি তার মুখ বন্ধ করেন। আপনি একটি ঘৃণ্য অমানুষ’।
আরও একজন মন্তব্য অংশ লিখেছেন, ‘এডওয়ার্ডও গাইছেন না। আমি মনে করি, আপনি আবেগপ্রবণ হয়ে পড়লে কিছু কিছু সময় গাওয়াটা কঠিনই’।
শেষকৃত্য অনুষ্ঠান চলাকালে বাবা তৃতীয় চার্লস ও সৎমা কুইন কনসর্ট ক্যামিলার পেছনে দাঁড়িয়ে ছিলেন হ্যারি। এ সময় স্ত্রী মেগান মার্কেলও তার পাশে ছিলেন।
৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। তিনি ৭০ বছর যুক্তরাজ্যের সিংহাসনে আসীন ছিলেন। গতকাল সন্ধ্যায় তাকে রাজকীয় কফিনে করে কবরে শায়িত করা হয়। উইন্ডসর ক্যাসলের গির্জার গোরস্থানে স্বামী প্রিন্স ফিলিপের পাশেই তাকে সমাহিত করা হয়েছে।
বিভাগ : আন্তর্জাতিক
Leave a Reply