1. admin@betnanews24.com : Betna :
ফিলিস্তিনের সমর্থন করলো রমজান কাদিরভ | বেতনা নিউজ ২৪ আন্তর্জাতিক
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১০:৪৭ অপরাহ্ন

ফিলিস্তিনের সমর্থন করলো রমজান কাদিরভ

অনলাইন ডেস্ক,
  • প্রকাশিত : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৮৫ বার পঠিত

অনলাইন ডেস্ক,

 

ফিলিস্তিনের ইসলামপন্থী দল হামাস ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েছেন রাশিয়ার চেচেন অঞ্চলের নেতা এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র রমজান কাদিরভ। সেই সঙ্গে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় চেচেন শান্তিরক্ষীদের পাঠানোর প্রস্তাব দিয়েছেন তিনি। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএননের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রমজান কাদিরভ বলেন, ফিলিস্তিনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। কারণ ইসরায়েল তাদের জমি নিয়ে তাদের আলাদা করে রেখেছে। তাদের কোনো বাকস্বাধীনতা নেই। আজ আমি এই যুদ্ধের বিরোধিতা করছি এবং সবাইকে এর সমাপ্তি টানার অনুরোধ করছি। এ যুদ্ধ বন্ধ না হলে তা সারাবিশ্বে ছড়িয়ে পড়বে।

জেরুজালেম থেকে অদূরে ইসরায়েলি অধ্যুষিত এলাকায় নিজের বাবার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি মসজিদে রকেট হামলার কথা উল্লেখ করেন তিনি। এ সময় কাদিরভ উভয়পক্ষকে মসজিদে হামলা না করার বিশেষ আহ্বান জানান।

 

তিনি বলেন, আমি আবারও সব মুসলিম, নাগরিক এবং আমাদের রাষ্ট্রের প্রতি সত্যের পক্ষে দাঁড়ানোর অনুরোধ জানাই। অথবা আমাদের সেখানে শান্তিরক্ষার জন্য যেতে দেওয়া হোক। আমরা ঠিক করে দেব কারা ঠিক আর কারা ভুল। যারা যুদ্ধ চালিয়ে যেতে চায় আমরা তাদের থামিয়ে দেব।

প্রসঙ্গত, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ফিলিস্তিনের পক্ষ নিয়েছে রাশিয়া। এতে হামাসের বিরুদ্ধে কোনো নিন্দা প্রস্তাব পাশ করতে পারেনি সংস্থাটি।

রমজান কাদিরভের নেতৃত্বে চেচেন বাহিনী ইউক্রেনের বিপক্ষে যুদ্ধ করছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর তাঁর নাম ব্যাপকভাবে আলোচিত হয়ে আসছে।

 

হামাসের হামলায় গত তিন দিনে অন্তত ৯০০ ইসরায়েলি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় মারা গেছে কমপক্ষে ৭০৪ ফিলিস্তিনি। জাতিসংঘ বলছে, বাস্তুচ্যুত হয়েছে গাজার লক্ষাধিক বাসিন্দা।

 

 

 

বিভাগ : আন্তর্জাতিক ।

 

 

বেতনা নিউজ ২৪ /অ/ডে/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা