1. admin@betnanews24.com : Betna :
বদির মামলা স্থগিত  খারিজ | বেতনা নিউজ ২৪
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৯ পূর্বাহ্ন

বদির মামলা স্থগিত  খারিজ

বেতনা নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : রবিবার, ২২ মে, ২০২২
  • ৯৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক

সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে দুদকের করা অবৈধ সম্পদের মামলা স্থগিতের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। মামলাটির কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত দিয়েছে হাইকোর্ট।

রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চ বদির আবেদন খারিজ করেন।

একইসঙ্গে ১৫ বছর আগের এ মামলাটি আগামী এক বছরের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতের প্রতি নির্দেশনা দিয়েছেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রফিকুল ইসলাম সোহেল, দুদকের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

এর আগে এই মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে বদির করা আবেদন গত ১৮ জানুয়ারি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন অপর একটি বেঞ্চ। একই সঙ্গে বিচারিক আদালতে মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা