1. admin@betnanews24.com : Betna :
বরিশালে দুই পেট্রোল পাম্পকে জরিমানা | বেতনা নিউজ ২৪
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৩:৫৮ অপরাহ্ন

বরিশালে দুই পেট্রোল পাম্পকে জরিমানা

অনলাউন ডেস্ক,
  • প্রকাশিত : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৮৬ বার পঠিত

অনলাইন ডেস্ক,

 

রোববার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়ার উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নির্ধারিত মাপের চেয়ে গ্রাহক প্রতি জ্বালানি তেল কম দেওয়ায় মেসার্স ইসরাইল তালুকদার ফি‌লিং স্টেশন‌কে ৫০ হাজার ও মেসার্স কলেজ রোড ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া জানান, তিনটি পেট্রোলপাম্পে অভিযান চালানো হলে এরমধ্যে নগরীর কাশিপুর এলাকার সুরভী পেট্রোল পাম্পে সবকিছু সঠিকভাবে পাওয়া যায়। তবে পরিমাপে কারচুপি ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে মেসার্স ইসরাইল তালুকদার ও মেসার্স কলেজ রোড ফিলিং স্টেশনকে দেড়লাখ টাকা জরিমানা করা হয়।

 

 

 

 

বেতনা নিউজ ২৪ /অ/ডে/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা