1. admin@betnanews24.com : Betna :
বর্তমানে ব্যাংকে কোন তারল্য সংকট নেই : বাংলাদেশ ব্যাংক | বেতনা নিউজ ২৪ অর্থনীতি
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:১২ অপরাহ্ন

বর্তমানে ব্যাংকে কোন তারল্য সংকট নেই : বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি ডেস্ক,
  • প্রকাশিত : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১৭৬ বার পঠিত

অর্থনীতি ডেস্ক,

 

সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাংকের আমানত তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক খবর প্রচারিত হচ্ছে। যা সত্য নয়।

গতকাল রবিবার (১৩ নভেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক বলছে, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সংকট নেই।

উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছরে কোনো ব্যাংক বন্ধ হয়নি। আগামীতেও বাংলাদেশের কোনো ব্যাংক বন্ধ হবে না। ব্যাংকে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্সের পরিচালক সাঈদা খানম জাতীয় ও ব্যাংকিং স্বার্থে এ সব তথ্য জানিয়েছেন।

তবে ব্যাংকিংখাত সম্পর্কে এধরণের অপপ্রচার চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

 

বিভাগ : অর্থনীতি

 

বেতনা নিউজ ২৪ /অ/ডে/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা