1. admin@betnanews24.com : Betna :
বাংলাদেশী পোশাকে ওটিলিয়া ব্রুমা | বেতনা নিউজ ২৪
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৬:০২ অপরাহ্ন

বাংলাদেশী পোশাকে ওটিলিয়া ব্রুমা

শোবিজ ডেস্ক,
  • প্রকাশিত : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৯৩ বার পঠিত

শোবিজ ডেস্ক,

 

ছিপছিপে গড়ন। সোনালি চুল। গায়ে জড়ানো লাল টকটকে বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি।

রবিবার (২৪ জুলাই) এমন সাজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি আপলোড করেছেন রোমানিয়ান সঙ্গীতশিল্পী ওটিলিয়া ব্রুমা। এখন তিনি বাংলাদেশেই আছেন।

ছবির ক্যাপশনে ওটিলিয়া লিখেছেন, “বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক।”

প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন তিনি। দেশের একটি মোবাইল ফোন কোম্পানির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতেই বাংলাদেশে আসা ওটিলিয়ার।

২৩ জুলাই বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ওটিলিয়ার লাইভ কনসার্ট। এরপর ঢাকার একটি পাঁচ তারকা হোটেলেও কনসার্ট করেন তিনি।

ওটিলিয়া লাইভ ইন ঢাকা ইভেন্টের ফ্যাশন ইনচার্জ সৈয়দ রুমা বলেন, ‘‘ওটিলিয়া বাংলাদেশে দুদিন থাকার পরিকল্পনা করে এসেছে। আমরা আগেই পরিকল্পনা করেছিলাম ওকে আমাদের দেশীয় পোশাক পরাব। সেটাই করেছি। বাংলাদেশের জামদানিতে দারুণ লাগছিলো ওকে।’’

৩০ বছর বয়সী ওটিলিয়ার জন্ম রোমানিয়ার সুসেভায়। ২০১৪ সালে ‘‘বিলিয়নেরা’’ গানটি প্রকাশের পর ব্যাপক পরিচিতি পান তিনি। শুধু ইউটিউবেই গানটির ভিউ ছাড়িয়ে গেছে ৫৫ কোটির বেশি। এটিই ওটিলিয়ার প্রথম বাংলাদেশ সফর ।

 

শোবিজ

 

 

বেতনা নিউজ ২৪ শো/ডে/

 

One response to “বাংলাদেশী পোশাকে ওটিলিয়া ব্রুমা”

  1. […] গুঞ্জন নিয়ে কথা বলতে নারাজ দীঘি বাংলাদেশী পোশাকে ওটিলিয়া ব্রুমা হাকালুকি হাওরে টর্নেডো স্নাতকোত্তর […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা