বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে, আগামী কাল ঈদ

অনলাইন ডেস্ক, 

 

বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

শুক্রবার (২১ এপ্রিল) ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে ধর্ম মন্ত্রণালয়ের চাঁদ দেখা সংক্রান্ত জাতীয় কমিটির সভা থেকে শাওয়াল মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়

বৃহস্পতিবার (২০ এপ্রিল) মধ্যপ্রাচ্যের সৌদি আরবসহ ইউরোপের বিভিন্ন দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার (২১ এপ্রিল) সেসব দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। দেশগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন, ইরাক, জর্ডান, মিশর, আলজেরিয়া, সিরিয়া, তিউনিসিয়া ও সুদান। সৌদির সঙ্গে মিল রেখে বাংলাদেশের বেশ কিছু জেলাতেও আজ শুক্রবার ঈদ।

একই দিনে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বিশ্বের ১৩টি দেশে শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, ব্রুনেই, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, লিবিয়া, মালয়েশিয়া, মরক্কো, ওমান, পাকিস্তান, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড।

 

বিষয় : বাংলাদেশ

 

বেতনা নিউজ ২৪/অ/ডে/

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version