খেলা ডেস্ক,
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে ডাক পেল যশোরের সাকিব ও বিল্টু। ডাক পাওয়া ক্রিকেটারদের বাড়ি যশোরের কাজিপাড়া ও বড়বাজার কালিবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে যে, ক্রিকেটার সাকিব ও বিল্টু দুই জনের হাতেখড়ি যশোর ক্রিকেট সেন্টার থেকেই।
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে যশোরের এই দুই জনের ডাক পাওয়াতে দুই ক্রিকেটারদের অবিভাবক বেশ আনন্দিত।
যশোর ক্রিকেট সেন্টারের পক্ষ থেকে দুই ক্রিকেটারকে অভিনন্দন জানানো হয়েছে।
বেতনা নিউজ ২৪/খে/ডে/
Leave a Reply