1. admin@betnanews24.com : Betna :
বাজেট অধিবেশন শুরু রোববার | বেতনা নিউজ ২৪
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:১৮ অপরাহ্ন

বাজেট অধিবেশন শুরু রোববার

বেতনা নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৩৫ বার পঠিত
ফাইল ছবি


নিজস্ব প্রতিবেদক,
৫ জুন থেকে শুরু হচ্ছে একাদশ সংসদের ১৮তম বাজেট অধিবেশন। তবে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট পেশ হবে বৃহস্পতিবার। এ অধিবেশন আগামী ৫ জুলাই পর্যন্ত চলতে পারে। গণমাধ্যম কর্মী বিল এ অধিবেশনেই পাস হতে পারে বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ।

রোববার বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে এ অধিবেশন বসবে।

অধিবেশনের প্রথম দিন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুতে সংসদে আনা হবে শোক প্রস্তাব।

নিয়ম অনুযায়ী বাজেট অধিবেশন দীর্ঘ হয়ে থাকে। সব দলের সংসদ সদস্য যেন বাজেট আলোচনায় অংশ নিতে পারে তা নিশ্চিত করা হবে।

বাজেট ছাড়াও অপেক্ষায় থাকা ১০টি বিলের মধ্যে বেশ কয়েকটি পাস হবে বলেও জানান চিফ হুইপ।

বাজেট আলোচনা শেষে ২৯ জুন সমাপনী বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী। ৩০ জুন পাস হবে ২০২২-২৩ অর্থবছরের বাজেট। তবে এরপরও কয়েকদিন চলবে অধিবেশন।

বেতনা নিউজ ২৪ নি/প্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা