1. admin@betnanews24.com : Betna :
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল | বেতনা নিউজ ২৪ রাজনীতি
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৫:৩০ অপরাহ্ন

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক,
  • প্রকাশিত : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৭২ বার পঠিত

নিউজ ডেস্ক,

 

সারাদেশে বিএনপির নেতা-কর্মীদের উপর ক্ষমতাসীন দলের হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে ফের নয়াপল্টনে এসে সংক্ষিপ্ত সমাবেশ শেষ হয়।

 

 

আজকের মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিক্ষোভ মিছিল থেকে খালেদা জিয়ার মুক্তি দাবিও তো্লা হয়। এ ছাড়াও সরকারের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের সময় শেষ হয়ে যাওয়ায় এখন তারা মরণ কামড় দিচ্ছে। বিএনপির সভা-সমাবেশে বাধা দিচ্ছে। নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে, তাদের উপর সন্ত্রাসী হামলা করছে। সরকারই পরিবহনে ধর্মঘট দিয়েছে। গণপরিবহন বন্ধ রাখতে বাধ্য করছে। অথচ পরিবহন নেতারা বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছেন, তারা ধর্মঘট চান না।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, এখনো সময় আছে সভা-সমাবেশে বাধা না দিয়ে পদত্যাগ করুন। পরিষ্কারভাবে বলে দিতে চাই নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা ছাড়া বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হবে না।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন— বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী।

 

 

বিভাগ : রাজনীতি

 

 

বেতনা নিউজ ২৪ /নি/ডে/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা