সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, ‘বিএনপির নেতায় নেতায় সংলাপ জনগণ এর আগেও দেখেছে।
ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই ‘বাক-সংযমী’ হওয়ার আহবান জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা সবসময় রাজনৈতিক ভাষায় কথা বলি।
ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, ‘আগে নিজেরা সংযত ভাষায় কথা বলুন, তারপর আমাদের বলুন। জনগণ মনে করে – আগুন সন্ত্রাস, দুর্নীতি আর লুটপাট; যাদের রাজনীতি, তাদের ভাষা-মাধুর্যের চেয়ে ভাষা চাতুরতাই বেশি প্রিয় হবে- এটাই স্বাভাবিক।’
Leave a Reply