1. admin@betnanews24.com : Betna :
বিয়ের দশকপূর্তি উদ্‌যাপন করলেন : জাকারবার্গ - বেতনা নিউজ ২৪
সোমবার, ০৩ অক্টোবর ২০২২, ০৯:৫০ অপরাহ্ন

বিয়ের দশকপূর্তি উদ্‌যাপন করলেন : জাকারবার্গ

বেতনা নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৬২ বার পঠিত

দুজন চোখে চোখ রেখে রোমান্টিক ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছেন

দুজন চোখে চোখ রেখে রোমান্টিক ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছেন

জাকারবার্গের কথায় হাসছেন প্রিসিলা চ্যান

জাকারবার্গের কথায় হাসছেন প্রিসিলা চ্যান
ফেসবুক

একসঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় হাঁটছেন জাকারবার্গ ও প্রিসিলা চ্যান

একসঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় হাঁটছেন জাকারবার্গ ও প্রিসিলা চ্যান
ফেসবুক

১০ বছর আগের বিয়ের সময়ের ছবি পোস্ট করেছেন জাকারবার্গ

১০ বছর আগের বিয়ের সময়ের ছবি পোস্ট করেছেন জাকারবার্গ
ফেসবুক

১০ বছর পরে একই জায়গায় একই ভঙ্গিতে বসে আছেন জাকারবার্গ ও প্রিসিলা চ্যান

১০ বছর পরে একই জায়গায় একই ভঙ্গিতে বসে আছেন জাকারবার্গ ও প্রিসিলা চ্যান
ফেসবুক

যমার্ক জাকারবার্গ এবং চীনা বংশোদ্ভূত মার্কিন নাগরিক প্রিসিলা চ্যান—দুজনই ছিলেন হার্ভার্ডের শিক্ষার্থী। সেখানেই পরিচয় হয় তাঁদের। ২০০৩ সাল থেকে পরিচয় পরিণত হয় প্রণয়ে। ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি বন্ধুদের সঙ্গে ডরমিটরিতে মার্ক জাকারবার্গ চালু করেন ‘দ্য ফেসবুক ডটকম’, যা আজকে ফেসবুক নামে পরিচিত। ফেসবুককে প্রতিষ্ঠিত করার পাশাপাশি প্রিসিলা চ্যানের সঙ্গে মন দেওয়া–নেওয়া—দুটোই সমানতালে চলতে থাকে জাকারবার্গের। ২০১২ সালের ১৯ মে প্রিসিলা চ্যানকে বিয়ে করেন জাকারবার্গ। প্রিসিলাকে ঘরে তোলার পর ২০১৫ সালে ম্যাক্সিমা এবং ২০১৭ সালে আগস্ট নামে দুটি মেয়েসন্তান জন্ম নেয় জাকারবার্গ দম্পতির ঘরে।

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা