শোবিজ ডেস্ক,
ক’দিন ধরেই শোবিজ পাড়ায় গুঞ্জন চলছে, আবারও বিয়ে করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। পরিবার থেকে জোরশোর আয়োজনে চলছে মেয়ে দেখা। আর চলতি বছরই বিয়ের পিড়িতে বসার সম্ভবনা সবচেয়ে বেশি।
এদিকে, এমন খবর কানে এসেছে সাবেক স্ত্রী ঢালিউড কুইন’খ্যাত অপু বিশ্বাসের কানেও। বিষয়টি বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন এই চিত্রনায়িকা। আর সে কারণেই জানালেন, শাকিব খানের বিয়েতে জয়কে নিয়ে আনন্দ করবেন তিনি। আর শুধু তাই নয়, নিজেও একজন আদর্শবান ও কেয়ারিং মানুষকে বিয়ে করবেন।
আপনি কবে বিয়ে করবেন? এমন প্রশ্নের জবাবে হাসিমুখে এই চিত্রনায়িকা বলেন, ‘আমিও করব। সারা জীবন তো আর একা চলা যায় না। সময় হলে আদর্শবান ও কেয়ারিং একজন মানুষ খুঁজে তার গলায় মালা পরাবো।’
বেতনা নিউজ ২৪ /শো/ডে/
Leave a Reply