1. admin@betnanews24.com : Betna :
বেতন বৃদ্ধির দাবিতে নৌযান শ্রমিকদের বিক্ষোভ | বেতনা নিউজ ২৪ বরিশাল বিভাগ
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ন

বেতন বৃদ্ধির দাবিতে নৌযান শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক,
  • প্রকাশিত : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১৩৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,

 

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং নৌযান শ্রমিকদের সর্বনিম্ন ২০ হাজার টাকা বেতন নিশ্চিতের দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৪ আগস্ট) বেলা ১২টায় নগরীর সদররোডে অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ লঞ্চ লেবার এ্যাসোসিয়েশন বরিশাল শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এর আগে বরিশাল নদী বন্দর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগদেন নৌযান শ্রমিকরা।

 

সংগঠনের বরিশাল অঞ্চলের সভাপতি শেখ আবুল হাসাম মাস্টারের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, বজলুর রহমান, মাস্টার একিন আলী, কামরুল ইসলাম, হারুন অর রসিদ, মোসলেম সিকদার, তুষার সেন, আসাদুজ্জামান প্রমুখ।

 

বক্তারা বলেন, দেশে অযৌক্তিকভাবে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। তেলের দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে টিকিটের দাম বৃদ্ধি করা হয়েছে। নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় নৌযান শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। তাই অবিলম্বে নৌযান শ্রমিকদের সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা নির্ধারণ করনের দাবি জানান শ্রমিক নেতৃবৃন্দ।

 

বেতনা নিউজ ২৪ /নি/ডে/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা