1. admin@betnanews24.com : Betna :
বড় ব্যবধানে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হলো বাংলাদেশ | বেতনা নিউজ ২৪ খেলাধুলা
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০২:৪১ পূর্বাহ্ন

বড় ব্যবধানে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক,
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১৩২ বার পঠিত

খেলা ডেস্ক,

 

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ  নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে হারের রেকর্ডের শিকার হয়েছেন। প্রোটিয়াদের বিপক্ষে ১০৪ রানের ব্যবধানে হার দেখেছে বাংলাদেশ টাইগাররা । এর আগেও ২০০৮ সালে পাকিস্তানের বিপক্ষে ১০২ রানের হারের রেকর্ড আছে বাংলাদেশের ।

ম্যাচে দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো একাই করেছেন ১০৯ রান। তবে বাংলাদেশ রুশোর রানটাই তুলতে পারেনি। টাইগার একাদশের সব ব্যাটসম্যান মিলিয়ে করতে পেরেছেন মাত্র ১০১ রান। বরং ইনিংস শেষ হওয়ার  আগেই অলআউট হয়ে গেছে বাংলাদেশ।

ম্যাচের শুরুতে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৫ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের পক্ষে রুশো ৫৬ বলে ৭ চার ও ৮ ছয়ে করেছিলেন ১০৯ রান। এছাড়া কুইন্টন ডি ককের ব্যাট থেকে আসে ৩৯ বলে ৬৩ রান।

লক্ষ্য তাড়া করতে প্রথম ওভারেই ১৭ রান তোলেন সৌম্য সরকার এবং নাজমুল শান্ত। তবে সেখানেই থেমে যায় বাংলাদেশের টাইগাররা।  পেসার আনরিখ নরকিয়ে বাংলাদেশের ২ উইকেট তুলে নেন। টাইগারদের দুই ওপেনার সৌম্য ( ১৫ রান) এবং শান্তকে (৯ রানে) ফেরান নরকিয়ে।

ম্যাচের পাওয়ারপ্লের মধ্যে আবার বোলিংয়ে এসে শিকার করেন সাকিবের উইকেটটি । টাইগার অধিনায়ক অবশ্য আম্পায়ারের ভুল সিদ্ধান্তে এলবির ফাঁদে পড়ে। তবে রিভিউ নেননি সাকিব । ব্যক্তিগত ১ রান করে ফেরেন আফিফ হোসেনও।

মিরাজও ১১ রান করে প্যাভিলিয়নের ফিরে যান । নিচের দিকে কোনো ব্যাটসম্যানই প্রতিরোধ গড়তে পারেনি। একপ্রান্তে লিটন ৩৪ রান করার পর ক্যাচ দিয়ে ফেরেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে তাবরেইজ শামসি ৩ উইকেট নিয়েছেন।

 

 

 

 

বিভাগ : খেলা

 

বেতনা নিউজ ২৪ /খে/ডে/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা