1. admin@betnanews24.com : Betna :
ভারতের প্রশংসায় ইমরান | বেতনা নিউজ ২৪
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:১১ অপরাহ্ন

ভারতের প্রশংসায় ইমরান

বেতনা নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : রবিবার, ২২ মে, ২০২২
  • ৯০ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক

‘মার্কিন চাপের’ মুখে মাথা নত না করায় এবং রাশিয়ার কাছ থেকে ডিসকাউন্টে তেল কেনার জন্য ভারতের প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

ভারত সরকার শনিবার প্রতি লিটার পেট্রল সাড়ে ৯ রুপি ও ডিজেলের দাম ৭ রুপি কমানোর ঘোষণা দেয়ার পরই এমন কথা বললেন ইমরান।

ইমরান খান দাবি করেছেন, স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণের মাধ্যমে তার সরকারও এ ব্যাপারে কাজ করছিল। কিন্তু বর্তমান সরকার তা করছে না। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ নেতৃত্বাধীন বর্তমান সরকার মাথাকাটা মুরগির মতো করে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া অর্থনীতি নিয়ে চারপাশে দৌড়ে বেড়াচ্ছে।

ইমরান খান বিদেশি ষড়যন্ত্রে তার সরকারকে ক্ষমতাচ্যুত করার অভিযোগ আবার তুলে বলেছেন, মীর জাফর ও মীর সাদিকেরা পাকিস্তানে সরকার পরিবর্তনের জন্য বিদেশে চাপের কাছে মাথানত করেছে এবং এখন তারা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া অর্থনীতি নিয়ে চারপাশে মাথাকাটা মুরগির মতো দৌড়ে বেড়াচ্ছে।

পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী আরও বলেছেন, আমাদের সরকারের কাছে পাকিস্তানের স্বার্থ ছিল সবার আগে।

One response to “ভারতের প্রশংসায় ইমরান”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা