1. admin@betnanews24.com : Betna :
মহাশূন্যের ১৩৫০ কোটি বছর আগের ছবি প্রকাশ : নাসা | বেতনা নিউজ ২৪
বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন

মহাশূন্যের ১৩৫০ কোটি বছর আগের ছবি প্রকাশ : নাসা

আন্তর্জাতিক ডেস্ক,
  • প্রকাশিত : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১৪৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,

 

মহাকাশে সুপরিচিত হাবল টেলিস্কোপের জায়গা নিতে তৈরি করা হয় এই জেমস ওয়েব টেলিস্কোপ।

এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ উৎক্ষেপণ করা হয়েছিল গত বছর ২৫শে ডিসেম্বর।

জেমস ওয়েব টেলিস্কোপ বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ। এতে ৬.৫ মিটার চওড়া সোনার প্রলেপ লাগানো প্রতিফলক আয়না আছে এবং আছে অতি সংবেদনশীল ইনফ্রারেড তরঙ্গ দৈর্ঘ্যের যন্ত্রপাতি।

মহাজগতের বয়স বলা হয় ১৩৮০ কোটি বছর । আর  ঐ সময়কার মহাকাশের ছবি  জেমস ওয়েব টেলিস্কোপ এর মাধ্যমে প্রক্শ করল নাসা ।

হোয়াইট হাউসে এক ব্রিফিংএ আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনকে এই ছবি দেখানো হয়েছে।

 

 

বেতনা নিউজ ২৪/আ/ডে/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা