
অনলাইন ডেস্ক,
আজ ০৬ সেপ্টেম্বের মঙ্গলবার যশোর জেলার মাটিকোমরা গ্রামের ‘মাটিকোমরা রাবেয়া বসরী মহিলা কওমী মাদ্রাসার’ ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছে । মাদ্রসাটি তিন তলা ভবনের কাজ শুরু হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাটিকোমরা রাবেয়া বসরী মহিলা কওমী মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন রঘুনাথ নগর কলেজের প্রভাষক মাটিকোমরা গ্রামের অধিবাসী মো: সোহরাব হোসেন সোহাগ।
মাদ্রাসাটির তিন তালা ফাউন্ডেশনের বিল্ডিং নির্মাণের শুভ উদ্বোধনী অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজিরবাগ ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ আতাউর রহমান মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সায়েদ আলী । তরুণ সমাজসেবক ও স্বপ্নছোঁয়া অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোঃ রাজিব হোসেন। রঘুনাথ নগর কলেজের সহকারী অধ্যাপক জনাব মোঃ মিজানুর রহমান। সাধারন সম্পাদক হাছিন রায়হান ও জমি দাতাগন। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের ইমাম সাহেব এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
বেতনা নিউজ ২৪ /অ/ডে/
Leave a Reply