নিউজ ডেস্ক,
১১(আগস্ট) সকালে র্যাব-৪ মানিকগঞ্জ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আরিফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা ইউনিয়নের মিতরা বাজারের সন্নিকটে মিলন ফিলিং স্টেশনের পাশে থেকে আসামীদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের নিকট থেকে আটটি স্বর্ণের বার উদ্ধার ও তিনটি মোবাইল ফোন ও নগদ ৫০০ শত টাকা জব্দ করা হয়। এঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। তিনি আরো জানান, সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাত, ছিনতাই ও প্রতারক চক্রের সাথে জড়িত আছে ।
বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র্যাবের এই জোড়ালো তৎপরতা অব্যাহত থাকবে।
বেতনা নিউজ ২৪ /নি/ডে/
Leave a Reply