কয়েক দিন আগেই মার্কিন মুলুকের চর্চার বিষয় ছিল জনি ডেপ আর অ্যাম্বার হার্ডের মামলা। আর অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলায় জিতেছেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’–খ্যাত জনি ডেপ। আদালতের নির্দেশে জনি ডেপকে ক্ষতিপূরণ হিসেবে অ্যাম্বারের দিতে হচ্ছে ১৫ মিলিয়ন ডলার । এর মধ্যেই ভাইরাল হলো অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে করা সৌদি নাগরিকের পোস্ট।

ইনস্টাগ্রামে মুহূর্তেই ছড়িয়ে পড়েছে বিয়ের প্রস্তাবের স্ক্রিনশট। পোস্টে লিখিত প্রস্তাবের পাশাপাশি হলিউড অভিনেত্রীর উদ্দেশে ভয়েস মেসেজও পোস্ট করেন ওই ব্যক্তি। আরবি ভাষায় ওই ব্যক্তি ভয়েস মেসেজে বলেছেন, ‘অ্যাম্বার, যখন তোমার জীবনের সব দরজা বন্ধ হয়ে গেছে, তখন আমি ছাড়া তোমাকে খেয়াল করার মতো কেউ নেই।
ভালোবেসে ২০১৫ সালে ৩০ বছর বয়সের অ্যাম্বার বিয়ে করেছিলেন ৫২ বছরের জনি ডেপকে। মাত্র ১৫ মাস টিকেছিল তাঁদের বিয়ে।
Leave a Reply