1. admin@betnanews24.com : Betna :
মৃত্যুবরণ করলেন সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ | বেতনা নিউজ ২৪
বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন

মৃত্যুবরণ করলেন সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ

আন্তর্জাতিক ডেস্ক,
  • প্রকাশিত : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১১৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,

 

সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

স্থানীয় সময় মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর বিবিসির।

 

মিখাইল গর্বাচেভ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বার্তা সংস্থা ইন্টারফেক্সকে বিষয়টি নিশ্চিত করেন।

 

গর্বাচেভের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট উরসুলা ভন ডান লেন। তিনি বলেন, বিশ্ব একজন বিশ্বস্ত নেতাকে হারালো। তিনি আরও বলেন, সাবেক এই নেতা মুক্ত ইউরোপের দরজা খুলে দিয়েছিলেন।

 

শোক প্রকাশ করেছেন জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, গর্বাচেভ ইতিহাসের গতিপথ পরিবর্তন করেছিলেন। জাতিসংঘের মহাসচিব টুইটারে লিখেছেন, মিখাইল গর্বাচেভ একজন আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন। বিশ্ব একজন শক্তিশালী বিশ্বনেতা ও শান্তির জন্য অক্লান্ত পরিশ্রমকারী নেতাকে হারালো।

 

১৯৮৫ সালে কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেন মিখাইল গর্বাচেভ। শীতল যুদ্ধ শান্তিপূর্ণভাবে অবসানে বেশ প্রশংসা কুড়ান তিনি। তবে ১৯৯১ সালে সোভিয়েত পতন ঠোকানোর ভূমিকা নিয়ে প্রশ্নবিদ্ধ তিনি। এর পেছনে গর্বাচেভের সংস্কারবাদী নীতিকে দায়ী করেন অনেক রাশিয়ান

 

 

 

 

 

 

বেতনা নিউজ ২৪ /আ/ডে/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা