1. admin@betnanews24.com : Betna :
মোস্তাফিজকে বিসিবি'র চিঠি | বেতনা নিউজ ২৪
রবিবার, ২৮ মে ২০২৩, ০৫:০৩ পূর্বাহ্ন

মোস্তাফিজকে বিসিবি’র চিঠি

বেতনা নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : শনিবার, ২১ মে, ২০২২
  • ৬২ বার পঠিত
ছবি: সংগৃহীত
বেতনা নিউজ ২৪ ডেস্ক

মোস্তাফিজুর রহমানকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মূলত টেস্ট খেলার ব্যাপারে তার পরিকল্পনা জানতে চেয়ে চিঠি পাঠায় বিসিবি। বর্তমানে মোস্তাফিজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে তার দল দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ভারত রয়েছেন।

বাঁহাতি এই পেসারকে টেস্ট দলে ফেরাতে এটিই প্রথম পদক্ষেপ বিসিবি’র।

২০১৫ সালে মোস্তাফিজের টেস্টে অভিষেক হওয়ার পর বাংলাদেশ এখন পর্যন্ত ৩৯টি টেস্ট খেলেছেন তার মধ্যে মাত্র ১৪টি ম্যাচ খেলেছেন মোস্তাফিজ।

বিসিবি’র একজন শীর্ষ কর্মকর্তার বরাতে জানা যায়, আমরা মোস্তাফিজকে একটি চিঠি পাঠিয়েছি তার টেস্ট পরিকল্পনা সম্পর্কে জানতে। এখন আমরা ওর উত্তরের জন্য অপেক্ষা করছি।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। এই সিরিজে চোটের কারণে পাওয়া যায়নি দলের অন্যতম পেসার তাসকিন আহমেদকে। এ জন্যই মূলত মোস্তাফিজ আলোচনায় এসেছেন। এছাড়াও দলের আরেক তরুণ পেসার শরিফুল ইসলাম প্রথম টেস্টে চোট পাওয়ায় খেলা হচ্ছে না ঢাকা টেস্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা