স্বাস্হ্য ডেস্ক,
ভারতে মাঙ্কিপক্সে একজনের মৃত্যুর খবরের পর সীমান্ত সংলগ্ন হওয়ায় মৌলভীবাজার জেলাও এই রোগের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার (৩ আগস্ট) মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের প্রত্যেক মেডিকেল অফিসারকে মাঙ্কিপক্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
“তবে আমরা এখন পর্যন্ত এ বিষয়ে কোনো নির্দেশনা পাইনি। আমি মনে করি দুই দেশের বৈধ ভ্রমণকারীদের স্ক্যান করা গুরুত্বপূর্ণ, বিশেষ করে চেকপোস্টে,” তিনি যোগ করেন।
ভারতের সঙ্গে মৌলভীবাজারের প্রায় ২৫৭ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। শ্রীমঙ্গল সিন্দুরখান সীমান্ত এলাকা, কুলাউড়ার চাতলাপুর এবং কমলগঞ্জের কুরমা এলাকা এবং জুড়ী উপজেলার রাঘনা বটুলী এলাকা দিয়ে দুই দেশের মানুষ নিয়মিত বৈধ-অবৈধভাবে যাতায়াত করে।
কিন্তু, এখন পর্যন্ত জেলার সীমান্তবর্তী এলাকায় মাঙ্কিপক্সের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
বেতনা নিউজ ২৪ /স্বা/ডে/
Leave a Reply