1. admin@betnanews24.com : Betna :
মৌসুমীর দুর্বলতার সুযোগ নিয়েছেন জায়েদ | বেতনা নিউজ ২৪
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৬:২২ অপরাহ্ন

মৌসুমীর দুর্বলতার সুযোগ নিয়েছেন জায়েদ

বেতনা নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১০৭ বার পঠিত
মৌসুমী ও ওমর সানী সঙ্গে ছেলে ফারদীন সংগৃহীত

প্রকাশ : ১৪ জুন, ২০২২    ১৬:০৬

নিজস্ব প্রতিবেদক,

 

 

গত কয়েকদিন ধরে চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান ও ওমর সানীর পাল্টাপাল্টি অভিযোগের পরিপ্রেক্ষিতে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ঢালিউডপাড়া। এ বিষয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা ও ওমর সানীর স্ত্রী মৌসুমী। তিনি জায়েদ খানের বিরুদ্ধে করা ওমর সানীর অভিযোগ অস্বীকার করেছেন।

সোমবার (১৩ জুন) দুপুরে মৌসুমী এক অডিও বার্তায় বলেন, “জায়েদ ভালো ছেলে। তিনি তাকে কখনো বিরক্ত করেননি। তার সঙ্গে মৌসুমীর শুধু পেশাগত সম্পর্ক।”

মৌসুমীর এমন বক্তব্যের পর ওমর সানী আবারও দাবি করেন, বিরক্ত করার যাবতীয় তথ্য প্রমাণ তাদের ছেলে ফারদিনের কাছে রয়েছে।

মৌসুমীপুত্র ফারদিন বলেন, ‘বাবা–মায়ের মধ্য কিছুটা মনোমালিন্য হয়েছে, এর মানে এই নয়, সম্পর্কে দূরত্ব তৈরি হয়ে যাবে’

dt-ad

ফারদিন সংবাদমাধ্যমটিকে বলেন, “আমার আব্বা এত বছর ধরে চলচ্চিত্র আছেন, তিনি তো না বুঝে কথা বলবেন না। আর যাকে নিয়ে অভিযোগ এসেছে, তাকে (জায়েদ খান), দিয়ে তো সব সম্ভব। এর চেয়ে বেশি নোংরা কিছু করা সম্ভব। সবকিছুই সম্ভব। তবে তাকে আমার ফ্যামিলির জন্য কোনো একটা ইস্যু বা টিস্যু কোনো কিছুই মনে করি না।”

dt-ad

ফারদিন বলেন, “চিত্রনায়িকা মৌসুমির পেছনে একটি মানুষ আছে। মানুষ রাগ করে অনেক সময় অনেক কিছু বলে। আম্মু আব্বুর ওপর রাগ করে কথাগুলো বলেছেন।”

জায়েদ খান ফারদিনের ব্যবসারও ক্ষতির চেষ্টা করেছেন এমনটা উল্লেখ করে এই তারকা সন্তান বলেন।

প্রসঙ্গত, শুক্রবার ঢাকার একটি কনভেনশন সেন্টারে অভিনেতা ডিপজলের ছেলের বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠানে চিত্রনায়ক জায়েদ খানকে অভিনেতা ওমর সানী চড় মেরেছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় জায়েদ খানও পিস্তল বের করে ওমর সানীকে গুলি করার হুমকি দেন বলেও জানা যায়।

ওমর সানীর দাবি, তার স্ত্রী চিত্রনায়িকা চিত্রনায়িকা মৌসুমীকে বিরক্ত করায় তিনি জায়েদ খানকে চড় মেরেছেন।

পরবর্তীতে রবিবার  জায়েদ খানের বিরুদ্ধে রবিবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ দিয়েছেন ওমর সানী। । এমনকি, জায়েদ খান তাদের সুখের সংসার ভাঙার চেষ্টা চালাচ্ছেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করেছেন।

 

 

 

বেতনা নিউজ ২৪ /নি/প্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা