1. admin@betnanews24.com : Betna :
মৌসুমী-সানীর সংসারে তৃতীয় সন্তান ! | বেতনা নিউজ ২৪
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৩:৫৭ অপরাহ্ন

মৌসুমী-সানীর সংসারে তৃতীয় সন্তান !

বেতনা নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৩৮ বার পঠিত
ফাইল ছবি

প্রকাশ : ১৫ জুন, ২০২২    ১৩:২৯

বিনোদন ডেস্ক,

 

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী-মৌসুমীর সংসারে ঝড় বইছে। আরেক নায়ক জায়েদ খান তাদের সুখের সংসার ভাঙতে চাইছেন বলে চলচ্চিত্র শিল্পী সমিতিতে লিখিত অভিযোগও করেছেন ওমর সানী। যদিও মৌসুমী এরইমধ্যে জায়েদকে ‘ভালো ছেলে’ বলেও দাবি করেছেন। সবশেষ সানী-মৌসুমী দম্পতির ছেলে ফারদিনও এ নিয়ে মুখ খোলেন। জানান, জায়েদ খান তার মাকে ডিস্টার্ব করেন।

ওমর সানি-মৌসুমীর সংসারে আসছে নতুন অতিথি! যদিও একে গুজব বলে উড়িয়ে দিয়েছেন সানী। তিনি বিষয়টি নিয়ে বলেন, নাউজুবিল্লাহ। এগুলো বানোয়াট কথাবার্তা। এডিট করে কথা ছড়ানো হচ্ছে।

 

বেতনা নিউজ ২৪/বি/ডে

Comments are closed.

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা