প্রকাশ : ১৫ জুন, ২০২২ ১৩:২৯
বিনোদন ডেস্ক,
ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী-মৌসুমীর সংসারে ঝড় বইছে। আরেক নায়ক জায়েদ খান তাদের সুখের সংসার ভাঙতে চাইছেন বলে চলচ্চিত্র শিল্পী সমিতিতে লিখিত অভিযোগও করেছেন ওমর সানী। যদিও মৌসুমী এরইমধ্যে জায়েদকে ‘ভালো ছেলে’ বলেও দাবি করেছেন। সবশেষ সানী-মৌসুমী দম্পতির ছেলে ফারদিনও এ নিয়ে মুখ খোলেন। জানান, জায়েদ খান তার মাকে ডিস্টার্ব করেন।
ওমর সানি-মৌসুমীর সংসারে আসছে নতুন অতিথি! যদিও একে গুজব বলে উড়িয়ে দিয়েছেন সানী। তিনি বিষয়টি নিয়ে বলেন, নাউজুবিল্লাহ। এগুলো বানোয়াট কথাবার্তা। এডিট করে কথা ছড়ানো হচ্ছে।