1. admin@betnanews24.com : Betna :
ম্যাংগো ট্রেনর যাত্রা শুরু - বেতনা নিউজ ২৪
বুধবার, ০৫ অক্টোবর ২০২২, ০৫:১৮ অপরাহ্ন

ম্যাংগো ট্রেনর যাত্রা শুরু

বেতনা নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৭২ বার পঠিত
প্রকাশিত :  ১৩ জুন, ২০২২      ১৫:২৫৫

অনলাইন ডেস্ক,

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন থেকে ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ জুন) বিকেল ৪টায় ট্রেনের উদ্বোধন করেন রাজশাহী রেলওয়ের (পশ্চিম) প্রধান পরিবহন কর্মকর্তা শহিদুল ইসলাম।

৮ ওয়াগানে ৩০০ মেট্টিক টনের অধিক আম পরিবহন করা যাবে স্পেশাল ম্যাংগো ট্রেনে। এ বিশেষ ট্রেনে আম ছাড়াও লিচু, মৌসুমি ফল, ডিমসহ সব ধরনের কৃষিপণ্যও কম খরচে ঢাকায় নেওয়া যাবে।

প্রথম দিনে রহনপুর থেকে ৩ হাজার কেজি আম নিয়ে যাত্রা করে ম্যাংগো ট্রেন। এরপর প্রতিটি স্টেশন থেকে আম নিয়ে ঢাকায় পৌঁছাবে। প্রাথমিকভাবে আমের মৌসুম পর্যন্ত অর্থাৎ আগামী দেড় মাস ট্রেনটি চালানোর সিদ্ধান্ত হয়েছে। তবে এই সময় কম বা বেশি হতে পারে।    

 

 

বেতনা নিউজ ২৪ অ/ডে

 

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা