প্রকাশ : ২১ জুন,২০২২ ১৭:১৭
নিজস্ব প্রতিবেদক,
ব্রিটিশ-ভারতের প্রথম জেলা যশোরকে বিভাগ ও সিটি কর্পোরেশন করার দাবি করেছেন আওয়ামী লীগের জাতীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ । সোমবার ( ২০ জুন ) ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে যশোর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এ দাবি করেন ।
একইসংঙ্গে যশোর বিমান বন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দরে উন্নীত করার দাবি করেন । বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের এই দলীয় এম.পি সরকারের নানা উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরেন ।
এছাড়া ও তিনি চলমান বন্যা পরিস্থিতির কথা তুরে ধরে কাজী নাবিল আহমেদ বলেন, সিলেট-সুনামগঞ্জ এলাকায় চলমান বন্যা পরিস্থিতি চরম আকার ধারন করেছে, সে কারণে আমাদের ভাই-বোনেরা চরম দুর্ভোগের মাঝে দিন অতিবাহিত করছে, এমতাবস্থায় আমরা দেশ পরিচালনা করার জন্য পেয়েছি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ।
তিনি আরো বলেন, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা অপার সম্ভাবনার বাংলাদেশ গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ।
বেতনা নিউজ ২৪/নি/প্র
Leave a Reply