1. admin@betnanews24.com : Betna :
যশোরে চা দোকানিকে হত্যা | বেতনা নিউজ ২৪
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৪:২১ অপরাহ্ন

যশোরে চা দোকানিকে হত্যা

বেতনা নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : সোমবার, ৩০ মে, ২০২২
  • ১২২ বার পঠিত
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক,

যশোরে চা দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে । সূত্র জানিয়েছে, রবিবার দিবাগত রাত ৮টার দিকে শহরের নাজির শংকরপুর সিটি মডেল একাডেমির সামনে চা দোকানি আফজাল শেখকে কুপিয়ে হত্যা করেন কয়েকজন দুর্বৃত্ত।

নিহত চা দোকানি আফজাল শেখের পিতা সলেমান শেখ অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার সুমন ওরফে ট্যারা সুমনের নেতৃত্বে কয়েকজন যুবক শংকরপুর চাতালের মোড় এলাকায় আফজালকে ধাওয়া দেয়।  আফজাল দৌড়ে মডেল একাডেমির সামনে গেলে সেখানে তারা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। 

যশোর কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। পূর্বে আফজাল একবার ট্যারা সুমনকে কুপিয়ে জখম করেছিল। তাদের দুই জনের নামেই থানায় কয়েকটি মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে।

 

বেতনা নিউজ ২৪/নি/প্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা