1. admin@betnanews24.com : Betna :
যশোরে ট্রেনে পা হারালো ৭ বছরের শিশু | বেতনা নিউজ ২৪
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০২:২১ পূর্বাহ্ন

যশোরে ট্রেনে পা হারালো ৭ বছরের শিশু

অনলাউন ডেস্ক,
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৭৯ বার পঠিত

অনলাইন ডেস্ক,

 

যশোরে ট্রেনে কাটা পড়ে রুবাইয়া নামে ৭ বছরের এক শিশুর বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া সে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

বৃহস্পতিবার(৪ আগষ্ট) বেলা ১১টার দিকে শহরের খড়কী এলাকায় বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী কমিউটার ট্রেনে নীচে পড়ে অসাবধানতাবশত তার পা কাটা পড়ে।

স্থানীয়রা জানিয়েছে, শিশুটি দৌড়ে ট্রেনলাইন পার হওয়ার সময় বেনাপোল থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনের নীচে পড়ে যায়। এসময় তার বাম পায়ের ওপর দিয়ে ট্রেনের চাকা চলে যায় ও শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়। আহত রুবাইয়া খড়কী রেলবস্তিতে বসবাস করে। তার পিতা দিনমজুর ও মা গৃহকর্মী।

 

 

 

বেতনা নিউজ ২৪ /অ/ডে/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা