আন্তর্জাতিক ডেস্ক,
এছাড়া তাহমিদুর চৌধুরী (১৯), সুব্রত চৌধুরী (১৯) এবং যসোয়া রিভারা (১৮) নামে তদের আরো তিন বন্ধু আহত হয়েছে।
নিউ জার্সি রাজ্যের প্যাসেইক কাউন্টি প্রসিকিউটর এবং লিটল ফলস পুলিশ জানিয়েছে শুক্রবার রাতে নিউ জার্সির বাংলাদেশি অধ্যুষিত প্যাটারসন শহরে এই দূর্ঘটনা ঘটে। পাঁচ জনের মধ্যে দুর্ঘটনাস্থলেই শাহরিয়ারের মুত্যু হয়। পাশের সেন্ট যোসেফ ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়ার পর মারা যান শাকিল।
বেতনা নিউজ ২৪ /আ/ডে/
Leave a Reply