যুক্তরাষ্ট্রে ৪ জনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক,

 

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে ৪ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। গত ৫ আগস্ট ওহাইও অঙ্গরাজ্যের বাটলার টাউনশিপের একাধিক স্থানে এই ঘটনা ঘটেছে।

আজ রোববার মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে খুঁজছে পুলিশ।

সংবাদ সম্মেলন করে বাটলার টাউনশিপ পুলিশ প্রধান জন পোর্টার বলেন, ‘স্টিফেন মার্লো নামে একজন এই ঘটনায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তিনি সম্ভবত এখনও সশস্ত্র এবং বিপজ্জনক।’

তিনি বলেন, ‘গোলাগুলি ও প্রাণহানির ঘটনা তদন্ত করতে কর্তৃপক্ষকে সহায়তা করছে মন্টগোমারি কাউন্টি শেরিফ অফিস, ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং অ্যালকোহল, টোব্যাকো, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরো (এটিএফ)।

মার্কিন গণমাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্রে এই ধরণের সহিংসতা মহামারিতে রূপ নিয়েছে এবং উত্তর আমেরিকার এই দেশটি বিশেষ এই মহামারির ভয়ংকর অধ্যায়ে রয়েছে।

 

 

 

 

বেতনা নিউজ ২৪ /আ/ডে/

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version