অনলাইন ডেস্ক,
মঙ্গলবার (২ আগষ্ট) জুলাই মাসের রপ্তানির তথ্য প্রকাশ করেছে। তৈরি পোশাকশিল্প মালিকদের শঙ্কার মধ্যেও চলতি অর্থবছরের (২০২২-২৩) প্রথম মাস জুলাইয়ে ৩৯৮ কোটি ৪৮ লাখ টাকার পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৪ দশমিক ৭২ শতাংশ বেশি। কারণ, ওই সময়ে ৩৪৭ কোটি ৩৪ লাখ ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ।
ইপিবি সূত্রে জানা গেছে, গত অর্থবছরে রেকর্ড ৫২ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানির উপর ভর করে চলতি অর্থবছরে ৫৮ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার। এর মধ্যে জুলাইয়ে ৩৯২ কোটি ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। তা ছাড়িয়েছে ১ দশমিক ৬৫ শতাংশ।
কৃষি পণ্যের রপ্তানি প্রায় ৩৫ শতাংশ কমলেও গত জুলাই মাসে তৈরি পোশাক খাত থেকে এসেছে ২৮৮ কোটি ডলার। প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ৬১ শতাংশ। দীর্ঘদিন ধরে নিট পোশাকে প্রবৃদ্ধি বেশি থাকলেও এবার বেশি প্রবৃদ্ধি দেখা গেছে ওভেন পোশাকে। এ খাতে রপ্তানি বেড়েছে ২৩ শতাংশ। আর নিট খাতে ১১ দশমিক ৮০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
বেতনা নিউজ ২৪ /অ/ডে/
Leave a Reply