1. admin@betnanews24.com : Betna :
লাইফবয় সাবানের বিজ্ঞাপন বন্ধের আইনি নোটিশ | বেতনা নিউজ ২৪ আইন-আদালত
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০১:৪০ অপরাহ্ন

লাইফবয় সাবানের বিজ্ঞাপন বন্ধের আইনি নোটিশ

নিউজ ডেস্ক,
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৯ বার পঠিত

নিউজ ডেস্ক,

 

সম্প্রতি লাইফবয় সাবান ব্যবহার করলে ‌‘৩০০ টাকা মূল্যের ডাক্তারের পরার্মশ ফ্রি’ অফার দিয়ে বিজ্ঞাপন প্রচার বন্ধ  করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে।

 

 

গতকার বুধবার (১৪ সেপ্টেম্বর) প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. নওশিন শারমিন পূরবীর পক্ষে অ্যাডভোকেট এস কে ইউসুফ রহমান এ নোটিশ পাঠিয়েছেন ।

আইনি নোটিশে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে সব টিভি ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এ বিজ্ঞাপন বন্ধ করতে বলা হয়েছে। অন্যথায় ইউনিলিভার বাংরাদেশ লিমিটেডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নোটিশে আরও বলা হয়েছে, সম্প্রতি বহুজাতিক কোম্পানি ইউনিলিভার বাংরাদেশ লিমিটেডের পণ্য লাইফবয় সাবানের একটি বিজ্ঞাপন বাংলাদেশের সব টেলিভিশন চ্যানেলে প্রচার করা হচ্ছে, সেখানে বলা হয়েছে লাইফবয় সাবান ব্যবহার করলে ৩০০ টাকা মূল্যের চিকিৎসকের পরামর্শ তারা ফ্রি দেবেন।

যা চিকিৎসক সমাজের জন্য খুবই মানহানিকর। চিকিৎসকরা কোনো পণ্য নয় যে  তাদের মূল্য নির্ধারণ করতে পারবেন। যেখানে চিকিৎসকদের সেবা বিবেচনা করা হয় মহৎ পেশা হিসেবে এবং তারা বাংলাদেশের জনগণের স্বাস্থ্যের অবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

 

 

নোটিশে আরও বলা হয়, এই ‘অবমাননাকর’ বিজ্ঞাপন ইলেকট্রনিক, প্রিন্ট, সোশ্যাল মিডিয়া যেমন টিভি চ্যানেল, ইউটিউব, ফেসবুক ইত্যাদি থেকে বন্ধ করা উচিত এবং বাংলাদেশের চিকিৎসক সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়া দরকার।

এখানে আরও বলা হয়েছে, পাশাপাশি আর কখনো কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে এ ধরনের অবমাননাকর বিজ্ঞাপন তৈরি এবং প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হয়। অন্যথায় খুব শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে জানানো হয়।

এ বিষয়ে ডা. নওশিন শারমিন পূরবী গণমাধ্যমকে বলেছেন, ‘আমি মনে করি এই বিজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশের চিকিৎসক সম্প্রদায়কে হেয় প্রতিপন্ন করা হয়েছে। একজন চিকিৎসক ও সচেতন নাগরিক হিসেবে আমি প্রত্যাশা এবং দাবি করছি ইউনিলিভার এই বিজ্ঞাপন বন্ধ করে চিকিৎসক সমাজের কাছে ক্ষমা প্রার্থনা করুক। অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

‘এ ধরনের বিজ্ঞাপনের মাধ্যমে চিকিৎসক সম্প্রদায়কে হেয় প্রতিপন্ন করে তাদের মেধা যোগ্যতাকে অবমূল্যায়ন করে মেডিকেল ট্যুরিজমের মাধ্যমে অন্যান্য দেশকে লাভবান করার ষড়যন্ত্র করা হচ্ছে। অন্যান্য দেশে লাইফবয়ের বিজ্ঞাপনে ৩০০ টাকা মূল্যের চিকিৎসকের পরামর্শ উল্লেখ করে কোনো মেসেজ দেওয়া হয় না’।

 

 

বিভাগ : আইন-আদালত

 

বেতনা নিউজ ২৪ /নি/ডে/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা