1. admin@betnanews24.com : Betna :
শফিক তুহিনের গানে সালমা | বেতনা নিউজ ২৪
রবিবার, ২৮ মে ২০২৩, ০৪:৪৬ পূর্বাহ্ন

শফিক তুহিনের গানে সালমা

বিনোদন ডেস্ক,
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৯২ বার পঠিত

বিনোদন ডেস্ক,

 

জনপ্রিয় গীতিকার সুরকার ও গায়ক শফিক তুহিন। ভিন্নধর্মী গানের মাধ্যমে বারবারই নিজেকে প্রমাণ করেছেন তিনি। এবার বন্ধু ও বন্ধুত্ব নিয়ে গান করলেন এই তারকা। তার গানে একটি কবিতা আবৃত্তি করেছেন সালমা সুলতানা।

বন্ধু দিবস উপলক্ষে গানচিল মিউজিক থেকে গানটির ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিও নির্মাণ করেছেন চন্দন চৌধুরী।

‘অকারণ অভিমানের সেই দিনগুলো আজ কই/স্মৃতি নিয়ে আজও আমি বিভোর হয়ে রই/বন্ধু কোথায় রে তুই/আমার মন ভালো নেই…’ এমন কথার গানে আবৃত্তির মাধ্যমে বিশেষ মাত্রা যোগ করেছেন গানটিতে।

সালমা সুলতানার লেখা কবিতায় আবৃত্তি করেছেন তিনি নিজেই। এতে সুর ও কণ্ঠ দিয়েছেন শফিক তুহিন। সংগীত আয়োজন করেছেন রাফি মোহাম্মদ।

শফিক তুহিন বলেন, ‘বন্ধু দিবস নিয়ে একটু ভিন্নধর্মী কিছু করার চিন্তা ছিল আগে থেকেই। সালমা আমার অনেক পুরনো বন্ধু। ভালো কবিতা লেখে। তার কিছু কবিতার বইও আছে।

 

 

 

 

 

 

বেতনা নিউজ ২৪ /বি/ডে/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা