নিজস্ব প্রতিবেদক,
মহান জাতীয় সংসদের সদস্য, অভিনেতা এবং বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সরকারের মন্ত্রিসভার সদস্যরা।
পৃথক শোক বার্তায় তারা বলেছেন, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছ।
তিনি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অভিনেতা ও সংসদ সদস্য ফারুকের মৃত্যুতে শোক জানিয়েছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাবউদ্দিন।
মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম প্রমুখ।
বিবৃতিতে তারা ফারুক অভিনীত চলচ্চিত্র দেশের শিল্প-সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। একইসঙ্গে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যু দেশের সংস্কৃতি অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। মহান মুক্তিযুদ্ধসহ সংস্কৃতি অঙ্গনে তার অবদান দেশবাসী দীর্ঘকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
উল্লেখ্য, চিত্রনায়ক ফারুক সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ৮টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিভাগ : জাতীয় ।
বেতনা নিউজ ২৪ /নি/ডে/
Leave a Reply