বুধবার (১৮ মে) দুপুরে উপজেলার মঠেরঘাট এলাকায় রূপগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও কলামিস্ট মীর আব্দুল আলীম বলেন, মানবজমিন পত্রিকার সাংবাদিক মোক্তার হোসেন অনিয়ম নিয়ে রিপোর্ট করার কারণে নির্যাতনের শিকার হয়েছেন।
গণমাধ্যমের কণ্ঠ রোধ করতেই বারবার সাংবাদিকদের ওপর হামলা হচ্ছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।
এসময় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা আলম হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাজী খলিল সিকদার, রূপগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা মাসুদ করিম, এসএম শাহাদাত, আশিকুর রহমান হান্নান, জাহাঙ্গীর আলম হানিফ, মাহবুব মনি, নাহিদ কামাল, শহীদুল্লাহ গাজীসহ অনেকে।
Leave a Reply