বিনোদন ডেস্ক,
‘হাওয়া’ সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি গেয়ে এখন তুমুল জনপ্রিয় এরফান মৃধা শিবলু। মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটি আগামী ২৯ জুলাই সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে। অভিনেতা ও সংগীতশিল্পী হিসেবে পরিচিত শিবলু।
‘হাওয়া’ সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি গাওয়ার নেপথ্যের গল্প কী?
গানটির গীতিকার ও সুরকার হাশিম মাহমুদ ভাইয়ের সঙ্গেও পরিচয় ছিল। ‘হাওয়া’ সিনেমার প্রি-প্রোডাকশনে যাওয়ার আগে সুমন ভাই একদিন হাশিম ভাইকে খুঁজে বের করতে বললেন। হাশিম ভাই তখন নারায়ণগঞ্জে থাকেন। চারুকলা-শাহবাগ এলাকায় বেশি আসেন না। তবে হঠাৎ তাকে খুঁজে পেলাম। তাকে দিয়ে গানটি গাওয়ানোর চেষ্টাও করেন সুমন ভাই। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে হাশিম ভাই আর গানটি করতে পারেননি। তখন আমাকে গাইতে বলা হয়। এভাবেই গানটির সঙ্গে জড়িয়ে পড়ি। গানটি মুক্তির পর হাশিম ভাইকে শুনিয়েছি। অনেক আনন্দ পেয়েছেন তিনি।
গানটি খুব অল্প সময়ে শ্রোতাপ্রিয় হয়ে উঠেছে। এমনটা কী ভেবেছিলেন?
শিবলু: অল্প সময়ে শ্রোতাদের কাছ থেকে এত সাড়া পাবো এটা আসলে কল্পনাও করিনি। হাশিম ভাইয়ের মতো এমন একজন গীতিকার ও সুরকারের গান কণ্ঠে তুলতে পারবো ভাবিনি। এটা আমার জন্য পরম পাওয়া। এই গানটি এখন সবার।
গানের জগতে জড়ালেন কীভাবে?
Leave a Reply